ফের ভীষণ লড়াই পশ্চিম এশিয়ায়, লেবাননে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইজরায়েল, পাল্টা আয়রন ডোমে হামলা
নয়াদিল্লি: সকাল থেকে বোমা-গুলির শব্দ। এবার লেবাননে হামলা ইজরায়েলের। একসঙ্গে ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল তারা। এর পাল্টা জবাব দিয়েছে লেবাননের হেজবোল্লাও। ইজরায়েলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তারা। একসঙ্গে ১৫০টি হামলাকারী ড্রোন ছুড়েছে তারা। এই মুহূর্তে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছে ইজরায়েল। (Israel Attacks Lebanon Hezbollah) যদিও হেজবোল্লার তরফেই এবার প্রথম ইজরায়েলে হামলা চালানোর পরিকল্পনা শুরু হয় বলে জানা গিয়েছে। সংগঠনের কমান্ডার ফুয়াদ শুকর হত্যার বদলা নিতে তারা প্রথমে রকেট ছোড়ে বলে অভিযোগ। হেজবোল্লার দাবি, ইজরায়েলকে লক্ষ্য করে ৩২০টির…