Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Budget 2023 Income Tax Changes: সামনের বছরে কত ট্যাক্স দিতে হবে আপনাকে? দেখে নিন Tax Calculator-এ সহজ হিসেব
Budget 2023 Income Tax Changes: সামনের বছরে কত ট্যাক্স দিতে হবে আপনাকে? দেখে নিন Tax Calculator-এ সহজ হিসেব

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : ভোটমুখী ভারতে মধ্যবিত্তদের জন্য আয়করে বড় ধামাকা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামণ বলেন, খেটে-খাওয়া মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই ৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর নেই। পুরনো ও নতুন দুই করকাঠামোর ক্ষেত্রেই একই নিয়ম। এরপরই নির্মলা সীতারামণ ঘোষণা করেন যে নতুন করকাঠামোকে আরও সার্বিকভাবে তুলে ধরতে রিবেটের ঊর্ধ্বসীমা বাড়িয়ে করা হচ্ছে ৭ লাখ। আগে রিবেটের এই সীমা ছিল ৫ লাখ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, এখন থেকে নতুন কর কাঠামো-ই…

Read More