Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
IPL ফাইনালে শেষ ২ বলে চার-ছক্কা হাঁকানো ব্যাটটি অজয়কে উপহার দেন জাদেজা, কে তিনি?
IPL ফাইনালে শেষ ২ বলে চার-ছক্কা হাঁকানো ব্যাটটি অজয়কে উপহার দেন জাদেজা, কে তিনি?

সোমবার যে ব্যাট দিয়ে মোহিত শর্মার শেষ ২টি বলে ছয়-চার মেরে চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন করেন রবীন্দ্র জাদজা, সেটি পাওয়ার জন্য উৎসুক থাকবে যে কোনও সংগ্রহশালা। ব্যাটটি স্মারক হিসেবে নিজের কাছে রেখে দেবেন জাদেজা, এমনটা ভাবাই নিতান্ত স্বাভাবিক। তবে নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করতে তিনি এক্ষেত্রে যে কাজটি করেন, তাতে জাদেজার মহানুভবতারই পরিচয় পাওয়া যায়। আসলে তিনি ব্যাটটি উপহার দেন অজয় মণ্ডলকে। বহু ক্রিকেটপ্রেমীর মনে প্রশ্ন জাগতে পারে যে, কে এই অজয় মণ্ডল? ২৭ বছরের বাঁ-হাতি অল-রাউন্ডার যে চেন্নাই…

Read More