কপালে টিপ, পরনে শাড়ি! ঘোমটা দিয়ে পুরুষরাই মাকে বরণ করেন এই পুজোয়, কেন এই রীতি
পরনে লালডুরে শাড়ি। কপালে সিঁদুরের টিপ, মাথায় ঘোমটা। গলায় আবার একগাছা হার, হাতে চুরি। মা জগদ্ধাত্রীকে (Jagaddhatri Puja 2024) বরণ করে নিচ্ছেন কিছু পুরুষ — ঠিক এই সাজেই। আর পাঁচটা পুজোর মতোই নিয়ম মেনে চলছে মায়ের বরণ। কিন্তু কোনও মহিলার উপস্থিতিতে নয়। বরং মহিলাবেশী পুরুষের উপস্থিতিতে। আর এই দৃশ্য দেখা যায় হুগলির ভদ্রেশ্বরে। প্রতি বছর দশমীর দিন সেখানে মায়ের বরণে উপস্থিত থাকেন পুরুষরা। কিন্তু এঁয়ো স্ত্রীর বেশে তাদের দেখা যায় সেখানে। ভদ্রেশ্বরের বিখ্যাত পুজো তেঁতুলতলার পুজো। সেখানেই প্রতি বছর…