একটুর জন্য তৃতীয় সোনা পেলেন না সৌবৃতি, ইভেন্ট থেকে বহিষ্কৃত বাংলার সাঁতারু দল!
জাতীয় গেমসে নজিরবিহীন ঘটনা। নিজেদের মধ্যে ঝামেলার জেরে নামতেই দেওয়া হল না বাংলার সাঁতারুদের। ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নামার আগে গণ্ডগোলে জড়ায় বাংলার রিলে দল। কে কখন নামবে সেটা নিয়ে মূল সমস্যা তৈরি হয়। তবে অন্যদিকে ব্যক্তিগত বিভাগে নিজের দাপট অব্যাহত রেখেছে সৌবৃতি মণ্ডল। ব্যাক স্ট্রোকের ১০০ এবং ২০০ মিটারে সোনা জয়ের পর সোমবার ৫০ মিটারের ইভেন্টে একটুর জন্য সোনা হাতছাড়া করেন তিনি। ০.০১ সেকেন্ডের জন্য রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হল তাঁকে। একটুর জন্য তৃতীয় সোনা থেকে বঞ্চিত সৌবৃতি: সোমবার…









