অনুষ্টুপ ১০৮, বাকি দশজনের মিলিত রান ৯১! ইডেনে লজ্জার মুখে বাংলা
কলকাতা: লক্ষ্মীরতন শুক্ল, মনোজ তিওয়ারিরা (Manoj Tiwary) শুক্রবার বলেছিলেন, ম্যাচের দ্বিতীয় দিন মুম্বইয়ের প্রথম ইনিংস দ্রুত মুড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করবেন তাঁরা। ছেলেদের পইপই করে সেটা বোঝানো হয়েছিল বলেও জানিয়েছিলেন বাংলার কোচ ও অধিনায়ক। প্রথম দিনের শেষে ক্রিকেটারদের বলা হয়েছিল, নিজেদের প্রমাণ করতে হলে সেটা মুম্বইয়ের বিরুদ্ধে করো। মারলে বড় দলকে মারো। তাতেই তো গোটা দেশের নজরে পড়ার সুযোগ! কোচ ও অধিনায়কের ক্লাসের যে নিটফল শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দেখা গেল, তা মনে করলে নিশ্চয়ই রাতে ঘুমোতে…