অনুষ্টুপ ১০৮, বাকি দশজনের মিলিত রান ৯১! ইডেনে লজ্জার মুখে বাংলা

অনুষ্টুপ ১০৮, বাকি দশজনের মিলিত রান ৯১! ইডেনে লজ্জার মুখে বাংলা

কলকাতা: লক্ষ্মীরতন শুক্ল, মনোজ তিওয়ারিরা (Manoj Tiwary) শুক্রবার বলেছিলেন, ম্যাচের দ্বিতীয় দিন মুম্বইয়ের প্রথম ইনিংস দ্রুত মুড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করবেন তাঁরা। ছেলেদের পইপই করে সেটা বোঝানো হয়েছিল বলেও জানিয়েছিলেন বাংলার কোচ ও অধিনায়ক। প্রথম দিনের শেষে ক্রিকেটারদের বলা হয়েছিল, নিজেদের প্রমাণ করতে হলে সেটা মুম্বইয়ের বিরুদ্ধে করো। মারলে বড় দলকে মারো। তাতেই তো গোটা দেশের নজরে পড়ার সুযোগ!

কোচ ও অধিনায়কের ক্লাসের যে নিটফল শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দেখা গেল, তা মনে করলে নিশ্চয়ই রাতে ঘুমোতে পারবেন না লক্ষ্মীরতন কিংবা মনোজ।

শুক্রবার ৭৫ ওভারে মুম্বই তুলেছিল ৩৩০/৬। শনিবার সেই ইনিংস শেষ হল ৪১২ রানে। ১৯.৩ ওভারে আরও ৮২ রান যোগ করে। আগ্রাসী ব্যাটিং করে গেল মুম্বই। এগারো নম্বরে ব্যাট করতে নেমে ৪৩ বলে ৪৬ রান করে বাংলা শিবিরের যন্ত্রণা বাড়ালেন রয়স্টন ডায়াস। এদিন দুটি ক্যাচও ফেললেন বাংলার ফিল্ডাররা। একটি ফেলেন অঙ্কিত মিশ্র। অন্যটি অনুষ্টুপ মজুমদার। সূরয সিন্ধু জয়সওয়াল একমাত্র লড়াই করেন বল হাতে। নেন ৬ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বাংলা শেষ ১৯৯ রানে। ৫৬ ওভারে গুটিয়ে যায় বাংলার ইনিংস। ১৯৯ রানের মধ্যে অপরাজিত ১০৮ রান করেন অনুষ্টুপ। বাকি ১০ জন ক্রিকেটার মিলে করেছেন ৯১ রান! অনুষ্টুপের ইনিংস না থাকলে কী হতো, ভেবে শিউড়ে উঠছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা।

৩ ফেব্রুয়ারি সিএবির প্রতিষ্ঠা দিবস। ইডেন গার্ডেন্স চত্বর সাজানো রঙিন আলোয়, ফুলে। আর সেই দিনই মাঠে বেরিয়ে পড়ল বাংলা দলের কঙ্কালসাল চেহারা। এদিন রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল ইডেনে। ফ্র্যাঙ্ক ওরেল ডে-তে যা প্রত্যেক বছরের দস্তুর। অজিঙ্ক রাহানে চোটের জন্য ম্যাচ না খেললেও ফ্র্যাঙ্ক ওরেল ডে উদযাপনে ছিলেন। ফ্র্যাঙ্ক ওরেল ও বিধান চন্দ্র রায়ের ছবি ও মূর্তিতে মাল্যদানও করেন। দেখা করেন রক্তদাতাদের সঙ্গে। কিন্তু মাঠে বাংলা ক্রিকেট যেরকম রক্তাল্পতায় ভুগছে, তার চিকিৎসা কীভাবে সম্ভব, ভেবে পাচ্ছেন না কেউই।

মুম্বই বোলারদের মধ্যে মোহিত অবস্থির ৩ উইকেট। ২টি করে উইকেট শিবম দুবে, রয়স্টন ডায়াসের। এক উইকেট ধবল কুলকার্নির। বাংলা এখনও পিছিয়ে ২১৩ রানে। রবিবার কি বাংলাকে ফলো অন করানোর রাস্তায় হাঁটবে মুম্বই? সম্ভাবনা প্রবল। ৭ পয়েন্টের জন্য ঝাঁপাতে চাইবে ৪১ বারের রঞ্জি চ্যাম্পিয়নরা।

(Feed Source: abplive.com)