কেরিয়ারের শেষ ম্যাচে মাঠে থাকতে পারবেন না মা, ভারতীয় দলে কি অবিচারের শিকার হন ঋদ্ধিমান?
কলকাতা: বুধবারের সকালটা তাঁর কাছে ছিল বেশ অন্যরকম। পেশাদার ক্রিকেটে শেষবারের মতো ম্যাচের আগে প্র্যাক্টিস সারলেন। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আর কখনও ম্যাচের আগে ট্রেনিং করতে হবে না তাঁকে। কারণ, বৃহস্পতিবার থেকে কেরিয়ারের শেষ রঞ্জি ম্যাচ (?) খেলতে নামছেন পাঞ্জাবের বিরুদ্ধে (প্রশ্নচিহ্ন রাখা হচ্ছে কারণ, খাতায়-কলমে এখনও বেঁচে বাংলার স্বপ্ন। তবে তার জন্য অলৌকিক কাণ্ড ঘটতে হবে।) তিনি, ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ভারতের কিংবদন্তি উইকেটকিপার। মরশুম শুরুর আগেই জানিয়েছিলেন, এবারের রঞ্জি ট্রফিই তাঁর শেষ টুর্নামেন্ট। কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামার…


