Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘বুম্বাদার থেকে সেরা নায়িকার পুরস্কার পেয়ে ধন্য’, সোনার সংসার নিয়ে অকপট অঙ্কিতা
‘বুম্বাদার থেকে সেরা নায়িকার পুরস্কার পেয়ে ধন্য’, সোনার সংসার নিয়ে অকপট অঙ্কিতা

বর্তমানে টেলিভিশনের এক নম্বর নায়িকা তিনি! আট থেকে আশি সবার প্রিয় জ্যাস স্য়ানাল ওরফে জগদ্ধাত্রী। ৫০০ পর্ব পার করেও টানা বেঙ্গল টপার জি বাংলা এই মেগা। বর্তমানে যে কোনও সিরিয়াের সাফল্যের মূল্যায়ণ টিআরপি! কারণ রেটিং এদিক থেকে ওদিক হলেই সিরিয়ালের ঝাঁপ বন্ধ। জি বাংলার এক নম্বর সিরিয়ালের নায়িকা অঙ্কিতা চলতি বছরও জি বাংলা সোনার সংসারে বাজিমাত করেছেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পর্ণা, ফুলকিদের পিছনে ফেলে সেরা নায়িকার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, আরও দুটি পুরস্কার পেয়েছেন অঙ্কিতা।…

Read More