কামনা-বাসনা বর্জিত বিয়ে, সাহচর্যই মূল চাহিদা, ক্রমশ জনপ্রিয় হচ্ছে Friendship Marriage
নয়াদিল্লি: এমনিতে নবীন প্রজন্মের মধ্যে বিয়ের তাগিদ কমেছে। সংসার, সন্তানের পরিবর্তে বর্তমানে মানুষ একাকী থাকতে পছন্দ করেন বলে উঠে এসেছে একাধিক সমীক্ষায়। সেই আবহে জাপানে ‘Friendship Marriage’-এর গ্রহণযোগ্যতা বাড়ছে। এই ধরনের পরিণয়ে চারহাত এক হলেও, স্বামী-স্ত্রীর সম্পর্কের সমীকরণ একেবারেই আলাদা। এই বিয়েতে না আছে প্রেম, না যৌনতা। আছে শুধু নিখাদ বন্ধুত্ব। (Friendship Marriages in Japan) পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে পঞ্চদশ বারের জন্য জাপানের জনসংখ্যায় পতন দেখা গিয়েছে। একদিকে যখন জন্মহার কমছে, বাড়ছে প্রবীণ সংখ্যা, সেই সময়ই জনসংখ্যা প্রায় ৫…



