Hairiest Boy: দেখতে ঠিক নেকড়ের বাচ্চা, দুনিয়ার লোমশতম শিশু আসলে এক বিরল রোগের শিকার!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা শরীর লোমে ঢাকা। দেখতে যেন ঠিক নেকড়ের বাচ্চা। বিরল রোগে আক্রান্ত এক শিশু। জানা গিয়েছে, শিশুটি ফিলিপাইনের বাসিন্দা। ‘ওয়্যারউলফ সিনড্রোম’ বা হাইপারট্রিকোসিস বিরল রোগে আক্রান্ত ওই শিশু। এই রোগ প্রতি ১ বিলিয়ন মানুষের মধ্যে একজনকে প্রভাবিত করে। ইতোমধ্যেই সেই শিশুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শিশুটিকে বিশ্বের সবচেয়ে লোমশ শিশু বলা হচ্ছে। চিকিৎসকদের মতে, শরীরে অস্বাভাবিক লোমের বৃদ্ধি ঘটায়, যা মুখ ও শরীরকে ঢেকে রাখে। হাইপারট্রিকোসিস জন্মের সময় দেখা দিতে পারে বা এমনকি…