বিশ্ব অ্যাথলেটিক্সের যোগ্যতা পর্বে শুরুতেই দেখা হচ্ছে না নীরজ, নাদিমের
নয়াদিল্লি: না, শুরুতেই সম্মুখ সমরে হচ্ছেন না নীরজ চোপড়া ও আর্শাদ নাদিম। বুধবার থেকে শুরু হতে চলেছে বিশ্ব অ্যাথলেটিক্সের যোগ্যতা নির্ণায়ক পর্বের লড়াই। সেখানে লড়তে দেখা যাবে নীরজ চোপড়া ও আর্শাদ নাদিমকে। কিন্তু দুজনেই আলাদা আলাদা গ্রুপে রয়েছেন, তাই আপাতত দুজনকে একসঙ্গে লড়তে হচ্ছে না। একে অপরের বিরুদ্ধেও লড়তে হচ্ছে না। আপাতত জ্যাভলিনের যে গ্রুপবিন্যাস করা হয়েছে, তাতে আগামী বৃহস্পতিবার যদি নীরজ ও আর্শাদ দুজনেই ফাইনালে জায়গা পাকা করে নেন, তবে তাদের একসঙ্গে খেলতে দেখা যাবে। আপাতত যোগ্যতা নির্ণায়ক…






