২০২৪-এ তৃতীয়বার মোদি সরকার না এলে শেয়ারবাজারে সুনামি আসবে,২৫ শতাংশ পর্যন্ত হতে পারে পতন
Share Market: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বাধীন এনডিএ সরকার ২০২৪ সালে তৃতীয়বার ক্ষমতায় না এলে শেয়ার বাজারে (Stock Market) নামবে মারাত্মক ধস। সেই ক্ষেত্রে পুঁজিবাজারে ২৫ শতাংশ পর্যন্ত পতন হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের অন্যতম বড় ইনভেস্টার তথা জেফরিজের ক্রিস্টোফার উড। স্টক মার্কেটের সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর বিজনেস স্ট্যান্ডার্ড বিএফএসআই কমিটিতে 2023-এ ভাষণ দেওয়ার সময় ক্রিস উড বলেন,2024-এ শেয়ার বাজারের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হতে পারে। ক্ষমতাসীন দল যদি 2024 সালে টানা তৃতীয়বার ক্ষমতায় না আসে,…