সপ্তাহের শুরুতেই বড় পতন শেয়ার বাজারে, ১০ লক্ষ কোটি খোয়ালেন বিনিয়োগকারীরা? কেন এই ধস?
নয়া দিল্লি: সামনেই বাজেট। অথচ তার আগে সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে ধাক্কা। বিরামহীনভাবে পতন সেনসেক্সের। সোমবার মার্কেট খুলতেই একধাক্কায় ৮০০ পয়েন্ট নামল সেনসেক্স। Nifty 50 নামল ২২,৮০০-তে। শুধু তাই নয়, বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE Midcap index) মিডক্যাপ এবং স্মল ক্যাপের সেগমেন্টেও বড় পতন লক্ষ্য করা যায় এদিন। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত স্টকগুলির বাজার মূলধন ৪১০ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে, যা আগের সেশনে ৪১৯.৫ লক্ষ কোটি টাকা ছিল। হিসেব করলে দেখা যাচ্ছে, এর ফলে মাত্র কয়েক ঘণ্টায় ১০ লক্ষ…




