লার্জ ক্যাপের থেকে তিন গুণ বেশি রিটার্ন, ৪০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টকগুলি
Multibagger Stocks: বড়রা যা করতে পারেনি, তা করে দেখিয়েছে ছোটরা। লার্জ ক্যাপে (Large Cap Stocks) ভরসা রাখলেও স্মল ক্যাপই (Small Cap Stocks) দিয়েছে দুরন্ত রিটার্ন (Return)। ২০২৪ সালের (Year 2024) মার্কেট (Stock Market) পরিসংখ্যান বলছে সেই কথা। জানেন ২০০-৪০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে কিছু স্মল ক্যাপ স্টক। শেষের ক্ষতিতেও লাভ দিয়েছে এই স্টকগুলি চলতি বছরের শুরুতে দুরন্ত গতি দেখালেও শেষের দিকে ধস নেমেছে বাজারে। ডিসেম্বরের শুরু থেকেই অনেকটা পড়েছে বাজার। সেই ক্ষেত্রে লার্জ ক্যাপ স্টকগুলিতেও বড় পতন দেখে গেছে…