‘সাদা বলের ফর্ম্য়াটে ওঁর থেকে সেরা ফিনিশার দেখিনি’, বিরাটকে দরাজ সার্টিফিকেট অ্যান্ডারসনের
লন্ডন: একজন কিছুদিন আগেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আরেকজনও তাঁর কেরিয়ারের সায়াহ্নে। দুজনেই কিংবদন্তি। ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন এবার দরাজ সার্টিফিকেট দিলেন বিরাট কোহলি। গত এক দশকের ওপরে বারবার মাঠের লড়াইয়ে দুজন দুজনকে টেক্কা দেওয়ার চেষ্টা করে গিয়েছেন। এবার বিরাটকে দরাজ সার্টিফিকেট দিলেন অ্যান্ডারসন। সম্প্রতি টেইলএন্ডারসের পডকাস্টে এসেছিলেন ইংল্য়ান্ডের প্রাক্তন পেসার জিমি অ্যান্ডারসন। সেখানেই তিনি বলেন, ”রান তাড়া করতে নেমে বা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিরাটের থেকে সেরা ব্যাটিং করতে আমি আজ পর্যন্ত আর কাউকে দেখিনি আমি ক্রিকেটের ইতিহাসে।…

