জনি কাউকোর জোড়া গোলে মহামেডানকে হারাল এটিকে মোহনবাগান
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মরসুমের প্রথম মিনি ডার্বিতে মহামেডানকে (Mohammedan Sporting) ২-১ গোলের ব্যবধানে হারাল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সবুজ মেরুনের হয়ে জোড়া গোল করলেন জনি কাউকো (Jony Kauko)। সাদা-কালোর হয়ে একমাত্র গোলটি করেন অভিষেক হালদার। মহামেডান আই লিগে ফিরলেও মোহনবাগান চলে গিয়েছে আইএসএলে (ISL)। পাশাপাশি গত দু’বছর কলকাতা লিগেও দেখা হয়নি দু’দলের। ফলে দীর্ঘদিন পর মিনি ডার্বি দেখা গেল। আই এই ডার্বিতেও সেই চেনা ছন্দেই দেখা গেল দু’দলের ফুটবলারদের। শনিবার কার্যত পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে…