টালির চাল, মাটির ঘরে রোজের সংগ্রাম করে বাস, সেখান থেকে পদক জয় মেয়ের
হুগলি: খেলো ইন্ডিয়ায় ব্রোঞ্জ পদক জয় করেছে হুগলির পোলবার তুহিনা মাইতি। গত ২৩ মে উত্তরপ্রদেশের নয়ডায় আয়োজিত খেলো ইন্ডিয়া গেমসের কাবাডিতে ব্রোঞ্জ পদক জয় বাংলার দল। সেই দলের একজন অন্যতম খুঁটি ছিলেন পোলবার এই কলেজ পড়ুয়া। খেলো ইন্ডিয়া কাবাডি ইউনিভার্সিটি গেমসে কোয়াটার ফাইনালে ম্যাচ জিতে ৭ পয়েন্টে দুর্গা ইউনিভার্সিটিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে তুহিনা সহ তার সহপাঠীরা। এর আগেও বিভিন্ন জায়গায় খেলে তার ঝুলিতে রয়েছে রয়েছে একাধিক পুরস্কার। চন্দননগর ডুপ্লেক্স কলেজে এডুকেশন অনার্সের প্রথম বর্ষের ছাত্রী তুহিনা। বাড়িতে…