বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ, কল্যাণময়-সহ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের
কলকাতা: নবম-দশমে নিয়োগে দুর্নীতি (Recruitment Corruption), সিবিআইয়ের (CBI) চার্জশিট। সিবিআইয়ের চার্জশিটে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, কল্যাণময়, সুবীরেশ, শান্তিপ্রসাদ, অশোক-সহ ১২জনের নাম রয়েছে। ‘সরকারি পদে থেকেও চাকরি বিক্রির ষড়যন্ত্রে জড়িত, টাকার বিনিময়ে নবম-দশমে অযোগ্যদের চাকরি বিক্রি’-র বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে ১২জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের। খালি খাতা জমা দিয়েও মিলেছে নম্বর। এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর (Subiresh Bhattarcharya) দিকেই আঙুল তুলেছে সিবিআই (CBI)।আদালতে (Court) বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কোনও ব্যক্তির নির্দেশ ছাড়া কাজ করতেন না সুবীরেশ ভট্টাচার্য বা…