পিয়ানোয় ‘হ্যায় আপনা দিল’ ধরলেন ঋদ্ধিমা, দেখে চুপ থাকতে পারলেন না করিনা
পিয়ানোতে পুরনো ছবির গানের সুর বাজাচ্ছেন মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি, সেই ভিডিয়ো নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী নীতু কাপুর। ‘হ্যায় আপনা দিল তো আওয়ারা’ গানের সুরে নস্ট্য়ালজিক অভিনেত্রী। মা নীতু কাপুরের জন্মদিন সেলিব্রেট করতে স্বামী ভরত সাহনি, মেয়ে সামারার সঙ্গে ইতালি উড়ে গিয়েছেন ঋদ্ধিমা। অভিনেতা রণবীর কাপুরেও যোগ দিয়েছেন মায়ের জন্মদিন সেলিব্রেশনে। সোমবারই অভিনেতা ফিরে এসেছেন মুম্বইয়ে। তবে পরিবারের অন্যান্য সদস্যরা এখনও ছুটি কাটাচ্ছেন বিদেশে। মঙ্গলবার ইনস্টাগ্রামে মেয়ে ঋদ্ধিমার একটি ভিডিয়ো শেয়ার করেছেন নীতু। কালো পোশাক পরে হোটেলের লাউঞ্জে…