বাঁশদ্রোণীতে যুবককে ছুরি মেরে খুন করল বন্ধু, নৃশংস ঘটনার নেপথ্য কারণ কী?
খাস কলকাতায় রাতের বেলায় এক বন্ধু খুন করল আর এক বন্ধুকে। মদ্যপান করার সময় দুই বন্ধুর মধ্যে বচসা হয়। তারপর এই বচসা থেকেই সরাসরি খুন। রাতের কলকাতার বাঁশদ্রোণী এলাকায় এমন খুনের ঘটনায় শিউরে উঠেছেন বাসিন্দারা। মদের আসরেই দুই বন্ধুর মধ্যে ঝগড়া শুরু হয়। আর নিজেদের অবস্থানে অনড় থাকতে গিয়েই একে অন্যকে খুনই করে ফেলল। এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ আর একজনকেও গ্রেফতার করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। বিষয়টি ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, ১১৩ নম্বর ওয়ার্ডের বাঁশদ্রোণী থানার…