বড়সড় ভূমিকম্প নিউজিল্যান্ডে, সুনামির সতর্কতা জারি
কলকাতা: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের উত্তরে কেরমাডেক (Kermadec Island) দ্বীপে আঘাত হানে ভূকম্প। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.১ মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রের খবর, ভূমিকম্পের উৎস খুব বেশি গভীরে ছিল না। মাটি থেকে ১০ কিলোমিটার নীচে ছিল উৎসস্থল। কাছাকাছি থাকা মার্কিন সুনামি ওয়ার্নিং সিস্টেম থেকে সুনামির সতর্কতাও জারি হয়েছে। ৩০০ কিলোমিটার ব্যাসের একটি এলাকায় এই সতর্কতা জারি হয়েছে। তবে সেখানকার দ্বীপগুলিতে মানুষের বসবাস নেই। যদিও সেদেশের ন্যাশনাল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি থেকে জানানো হয়েছে ভূমিকম্পের পরে সেখানে…