শীতলের সোনা, হরিয়ানার ইতিহাস, রবিবার ভারতের ওয়ান ডে, খেলার দুনিয়ার সারাদিন
কলকাতা: প্যারা তিরন্দাজিতে সোনা শীতল দেবীর। প্রথমবারের জন্য বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হরিয়ানা। রবিবার জোহানেসবার্গে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে। খেলার দুনিয়ার সারাদিন। স্বপ্নের মরশুম স্বপ্নের মরশুম কাটছে তার। খেলো ইন্ডিয়া প্যারা গেমসে কম্পাউন্ড তিরন্দাজিতে ওপেন বিভাগে সোনা জিতল। শীতল দেবী (Sheetal Devi)। জম্মু ও কাশ্মীরের বিস্ময় তিরন্দাজ। যার দু’হাত নেই। পা দিয়েই নিশানা ভেদ করে। শনিবার নয়াদিল্লিতে ১৪১ পয়েন্ট নিয়ে সোনা জিতল। উত্তর প্রদেশের জ্যোতি বালিয়াকে হারিয়ে দিল। ১৩৮ পয়েন্ট অর্জন করে রুপো জিতেছে জ্যোতি। বয়স মাত্র ১৬। অথচ…