Bhaiphonta 2025: দেখতে প্রদীপের মত, তবে খাওয়া যায়, ভাতৃদ্বিতীয়ার বাজারে হিট এই মিষ্টি!
Bhaiphonta 2025: দোকানের শো কেসে থরে থরে সাজান রয়েছে প্রদীপ। তবে তাতে তেল নয় মধুভরা। এই প্রদীপ জ্বালানোর জন্য নয়, খাওয়ার জন্য! প্রদীপের আকারে মিষ্টি তমলুক, সৈকত শী: মিষ্টি দোকানের শোকেসে থরে থরে সাজানো রয়েছে প্রদীপ। তবে তাতে তেল নয় মধুভরা। এই প্রদীপ জ্বালানোর জন্য নয়, খাওয়ার জন্য! দীপাবলির পর ভাতৃদ্বিতীয়া। বাংলা তথা ছাড়া ভারতজুড়ে ভাই বোনের এই পবিত্র বন্ধনের উৎসব ঘরে ঘরে পালিত হয়। মিষ্টি ছাড়া কোন উৎসবের স্বাদ যেন পরিপূর্ণ হয় না। তাই ভাতৃদ্বিতীয়ায় মিষ্টির দোকানে বিভিন্ন…



