মেন উইল বি মেন, তাই না? আর জি কর কাণ্ডে গর্জে উঠলেন মহম্মদ সিরাজ়
হায়দরাবাদ: আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের নারকীয় ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে তোলপাড় দেশ। শুধু বাংলা নয়, সারা দেশে, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চলছে প্রতিবাদ, বিক্ষোভ। খেলার মাঠেও পড়েছে এই নৃশংস কাণ্ডের আঁচ। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে যশপ্রীত বুমরা, জেমাইমা রড্রিগেজ – আর জি কর কাণ্ড নিয়ে সরব অনেক ক্রিকেটারেরাও। এবার আর জি কর কাণ্ড নিয়ে সরব হলেন মহম্মদ সিরাজ় (Mohammed Siraj)। জাতীয় দলের তারকা পেসার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ক্লিপিং সম্বলিত একটি কোলাজ়…

