নিজেকেই বিয়ে করবেন গুজরাতের যুবতী, আইনত স্ব-বিবাহ বলে কি আদতে কিছু হয়? জানুন
#নয়াদিল্লি: থাকবে আলোর রোশনাই। বাজবে সানাই। সেজে উঠবে ছাদনাতলা। থাকবেন পুরোহিতও। হাজির হবেন অতিথিরা। ছাদনাতলা আলো করে থাকবেন আভরণভূষিতা কনে। অথচ থাকবেন না কোনও বর! কিন্তু বর না-থাকলে বিয়ে হবে কী করে? আসল ট্যুইস্ট তো এখানেই! ছাদনাতলায় নিজেকেই বিয়ে করবেন কনে! না, এটা কোনও ছবির মজার দৃশ্য নয়। এই দৃশ্যই আগামী ১১ জুন দেখতে পাবেন গোটা ভারতবাসী! কারণ ওই দিন সম্পূর্ণ হিন্দু রীতিনীতি মেনে ছাদনাতলায় নিজেকেই বিয়ে করবেন গুজরাতের ভাদোদরার বাসিন্দা বছর চব্বিশের যুবতী ক্ষমা বিন্দু (Kshama Bindu)। আর…