বিস্ফোরক খুঁজে বের করতে পারদর্শী, চোখের সমস্যায় ভুগছে সেই ‘বেলা’, চিনুন তাকে…
#কলকাতাঃ চোখের সমস্যায় ভুগছে ‘বেলা’। শুরু হয়েছে চিকিৎসা। কিন্তু তারপরেও মিলছে না সমাধান। খুব তাড়াতাড়ি তাই আরও উন্নত চিকিৎসার জন্য বেলাকে চেন্নাই নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। ভাবছেন কে এই বেলা? কেন তাকে নিয়ে এত চিন্তায় খোদ পুলিশকর্তারা? বেলা আসলে কলকাতা পুলিশের বম্ব ডিস্পোজাল স্কোয়াডের সদস্য। দীর্ঘ ট্রেনিংয়ে সে রপ্ত করেছিল বিস্ফোরক খুঁজে বের করার কৌশল। হরিয়ানায় প্রশিক্ষণের পর তাকে নিয়ে আসা হয় কলকাতায়। কিন্তু তারপর থেকেই সমস্যা শুরু হয় চোখে। বর্তমানে তারই চিকিৎসা নিয়ে বাড়ছে উদ্বেগ। কলকাতা…