ফলন কম, আকারেও একেবারে ছোট! মুর্শিদাবাদে লিচু চাষিদের মাথায় হাত
মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ ও মালদহ জেলার লিচু বেশি জনপ্রিয়। কিন্তু সেই লিচু ব্যবসায়ীদের এ বার মাথায় হাত। দিনের পর দিন বেড়েই চলেছে তাপমাত্রা। প্রত্যেকদিন একের পর এক রেকর্ড করছে তাপমাত্রার পারদ, সাধারণ মানুষ থেকে পশুপাখি গরমে নাজেহাল সবাই। চিকিৎসকেরাও এই তাপপ্রবাহ থেকে বাঁচতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। জানা গিয়েছে, যে বাগানের লিচু বিদেশে রপ্তানি হত, এ বছর সেই সব বাগানে লিচু নেই বললেই চলে। সারা বছর এই বাগান থেকে যা রুজি রোজগার হতো তা দিয়েই সংসার চলতো লিচু বাগান মালিকদের। তবে…