July Supermoon: হাত বাড়ালেই চাঁদ! আজ সন্ধে হলেই পৃথিবীর ঘাড়ে নিশ্বাস ফেলবে সুপারমুন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ঝলসানো রুটি’ নয়, একেবারে বড় থালার মতো পূর্ণিমার চাঁদ। পোশাকি নাম সুপারমুন। আজ, সোমবার সন্ধেবেলায় উঠবে সেই সুপার চাঁদ। একে বলা হচ্ছে ‘জুলাই সুপারমুন’। এ বছরের প্রথম সুপারমুন। আজ রাতের আকাশে অসাধারণ উজ্জ্বল হয়ে দেখা দেবে এই চাঁদ। আকাশ পর্যবেক্ষকদের কাছে বিষয়টি দারুণ উত্তেজক হতে চলেছে। রাতের আকাশে আজ তাঁরা দেখবেন, সচরাচর যেমন উজ্জ্বল হয়ে আকাশে ওঠে পূর্ণিমার চাঁদ তার চেয়ে ঢের বেশি বড় ও দীপ্তিমান এক সুপারমুন। সাধারণত বছরে ১২টির মতো সুপারমুনের ঘটনা…