Blue Moon: বিরল যোগ! রাখি পূর্ণিমার সঙ্গে ‘সুপার ব্লু মুন’! কখন দেখা যাবে ‘নীল চাঁদ’?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক অসাধারণ দৃশ্য দেখা যাবে আকাশে। আকাশ পর্যবেক্ষক থেকে সাধারণ মানুষ সকলেই আগ্রহী সেই বিষয়টি নিয়ে– সুপার ব্লু মুন (Super Blue Moon)! ৩০ ও ৩১ অগস্ট এই নীল চাঁদের দৃশ্য দেখা যাবে। জোড়া পূর্ণিমায় আকাশে নীল চাঁদ। একই মাসে দুই পূর্ণিমা থাকলে তাকে সুপারমুন (Supermoon) বলে। ২০১৮ সালে এমন ঘটেছিল। অগস্টের ১ তারিখেও দেখা গিয়েছিল সুপারমুন। থালার মতো চাঁদ উঠেছিল। আবার উঠবে আজ ৩০ এব আগামীকাল ৩১ তারিখে। তবে এবার সুপারমুনের সঙ্গে ‘ব্লু মুন’…