হোঁচট খেতেন ইংরেজি বলতে,অসুস্থতা জয় করে গ্রামের তরুণী ইঞ্জিনিয়ার আজ আইএএস অফিসার
মধ্যপ্রদেশের সাতনা জেলার ছোট্ট গ্রাম আমদারা৷ এই গ্রামের হিন্দি মাধ্যমে স্কুলে পড়েই শৈশব কেটেছে সুরভি গৌতমের৷ দশম ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় দুর্দান্ত ফল করেন এই মেধাবী ছাত্রী৷ স্থান পান রাজ্যভিত্তিক মেধাতালিকায়৷ দুই পরীক্ষাতেই ১০০-এ ১০০ পান তিনি৷ শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে যুঝেই পড়াশোনা করতে হয়েছে সুরভিকে৷ দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় তিনি আক্রান্ত হন রিউম্যাটিক ফিভারে৷ চিকিৎসার জন্য গ্রাম থেকে ১৫০ কিমি দূরে জব্বলপুরে যেতে হত প্রতি ১৫ দিন পর৷ এত বাধাবিপত্তির পরও হাল ছাড়েননি তিনি৷ তিল তিল করে স্বপ্নপূরণের…