Nicolas Maduro first Picture at New York Court: তুলে নিয়ে গিয়ে মাদুরোকে ভয়ংকরতম নরকে রেখেছেন ট্রাম্প! প্রকাশ্যে জেলের ছবি, খোঁড়াচ্ছেন সস্ত্রীক ভেনে-প্রেসিডেন্ট…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ ইয়র্কের আদালতে বন্দি মাদুরো- ক্ষমতাচ্যুতি থেকে মাদক পাচারের বিচার— উত্তাল বিশ্বরাজনীতি ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে (Nicolas Maduro) সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে (NewYork Court) হাজির করা হয়েছে। গত শনিবার কারাকাসে মার্কিন কমান্ডোদের এক রুদ্ধশ্বাস অভিযানে সস্ত্রীক অপহৃত হওয়ার পর এই প্রথম জনসমুখে দেখা গেল তাঁকে। বর্তমানে তিনি ব্রুকলিনের বিতর্কিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন। এই অভিযানকে ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের আধিপত্য বিস্তারের পথ প্রশস্ত করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ৬৩ বছর বয়সী এই দক্ষিণ আমেরিকান নেতাকে…
