জয় ভানুশালীর সঙ্গে বিচ্ছেদ হতেই নতুন সম্পর্কে জড়ালেন মাহী! সলমন খানের প্রিয় বন্ধুর সঙ্গে প্রেম অভিনেত্রীর?
নাদিম আসলে সলমন খানেরও ঘনিষ্ঠ বলে জানা যায়। সলমন নিজেও নাদিমের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে কথা বলেছেন। মুম্বই: জয় ভানুশালীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেই কি নতুন সম্পর্কে মাহী বিজ? নাদিম নাদজের সঙ্গে ছবি পোস্ট করতেই প্রশ্ন উঠছে। নাদিমের সঙ্গে সম্পর্ক নিয়ে কুমন্তব্য ছুড়ে দেওয়া হচ্ছে মাহীর দিকে। নতুন বছরের শুরুতেই মন খারাপ ভক্তদের। বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন অভিনেতা জয় ভানুশালী এবং মাহী বিজ। বেশ কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে চলছিল গুঞ্জন। কিন্তু এতদিন জয় বা মাহীর কেউই এই বিষয়ে মুখ…

