মায়ানগরীতে ফের ভাঙল সংসার, বিবাহবিচ্ছেদের ঘোষণা তারকা দম্পতির
মুম্বই: সাধারণ মানুষের মতো ভাঙাগড়া লেগে থাকে তারকাদের জীবনেও। এবার সংসার ভাঙল মায়ানগরীর এক তারকা দম্পতির। বিয়ে ভাঙল লতা সবরওয়াল এবং সঞ্জীব শেঠের। জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ দু’জনকেই ঘরে ঘরে জনপ্রিয় করে তুলেছিল। পাশাপাশি, বলিউড ছবিতেও অভিনয় করেছেন তাঁরা। (Celebrity Divorce) শনিবার সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন লতা। জানিয়েছেন, ১৬ বছরের দাম্পত্যজীবন কাটিয়ে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তিনি ও সঞ্জীব। এই কঠিন সময়ে তাঁর গোপনীয়তাকে সম্মান জানাতে অনুরোধ করেছেন সকলকে। কিন্তু হঠাৎ কী এমন হল, যার…



