
মুম্বই: সাধারণ মানুষের মতো ভাঙাগড়া লেগে থাকে তারকাদের জীবনেও। এবার সংসার ভাঙল মায়ানগরীর এক তারকা দম্পতির। বিয়ে ভাঙল লতা সবরওয়াল এবং সঞ্জীব শেঠের। জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ দু’জনকেই ঘরে ঘরে জনপ্রিয় করে তুলেছিল। পাশাপাশি, বলিউড ছবিতেও অভিনয় করেছেন তাঁরা। (Celebrity Divorce)
শনিবার সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন লতা। জানিয়েছেন, ১৬ বছরের দাম্পত্যজীবন কাটিয়ে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তিনি ও সঞ্জীব। এই কঠিন সময়ে তাঁর গোপনীয়তাকে সম্মান জানাতে অনুরোধ করেছেন সকলকে। কিন্তু হঠাৎ কী এমন হল, যার জন্য এত বড় সিদ্ধান্ত নিতে হল লতা এবং সঞ্জীবকে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এব্যাপারে প্রশ্ন থেকেও বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন লতা। (Lataa Saberwal)
এদিন ইনস্টাগ্রামে লতা লেখেন, ‘দীর্ঘ নীরবতা পর্ব কাটিয়ে ঘোষণা করছি, আমি (লতা সবরওয়াল) স্বামীর (সঞ্জীব শেঠ) থেকে আলাদা থাকছি। আমাকে এত সুন্দর একটি ছেলে দেওয়ার জন্য ওঁর কাছে কৃতজ্ঞ আমি। ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই ওঁকে। সকলকে অনুরোধ, দয়া করে আমার এবং আমার পরিবারের শান্তিকে সম্মান করুন, এ নিয়ে কোনও প্রশ্ন করবেন না দয়া করে। কৃতজ্ঞতা রইল’। (Yeh Rishta Kya Kehlata Hai)
‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালে মুখ্য চরিত্র ‘অক্ষরা’র (হিনা খান) মা ও বাবার চরিত্রে অভিনয় করেন লতা ও সঞ্জীব। টেলিভিশনের অন্যতম দীর্ঘমেয়াদি এবং সফল সিরিয়াল সেটি। ২০০৯ সালে ওই সিরিয়ালের শ্যুটিংয়েই আলাপ দু’জনের। ২০১০ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সময় তাঁদের বিয়ে নিয়েও জোর চর্চা ছিল। এর আগেও একবার বিয়ে হয় সঞ্জীবের। ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত অভিনেত্রী রেশম টিপনিসের সঙ্গে সংসার করেন। প্রথম পক্ষে এক ছেলে ও এক মেয়ে রয়েছে সঞ্জীবের। রেশমও টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। রেশম এবং লতার মধ্যে ভাল বোঝাপড়াও ছিল। একাধিক বার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।
সিরিয়ালের পাশাপাশি ছবিতেও অভিনয় করেছেন সঞ্জীব। আমির খানের ছেলে জুনেইদ এবং জয়দীপ আলাওয়াত অভিনীত ‘মহারাজা’ ছবিতে ছিলেন। ‘দে দে প্যায়ার দে-২’ ছবিতেও দেখা যাবে তাঁকে। টেলিভিশনে দীর্ঘ সময় ধরে অভিনয় করছেন। অন্য দিকে, ‘ইশক ভিশক’, ‘বিবাহ’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো ছবিতে অভিনয় করেছেন। টেলিভিশনেও অত্যন্ত পরিচিত মুখ তিনি।
(Feed Source: abplive.com)
