ব্য়াকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন, জয়া বচ্চনের উপর চটলেন পাপারাৎজিরা, গোটা পরিবারকে বয়কটের হুঁশিয়ারি
মুম্বই: পাপারাৎজি দেখলেই রেগে কাঁই হয়ে যান তিনি। চোখেমুখেই শুধু বিরক্তি স্পষ্ট হয়ে ওঠে না, বকাঝকাও করেন। বর্ষীয়ান অভিনেত্রী তথা সাংসদ জয়া বচ্চনকে একরকম ভয়ই পান পাপারাৎজিরা। সেই পাপারাৎজিরাই এবার জয়া এবং গোটা বচ্চন পরিবারকে বয়কটের হুঁশিয়ারি দিলেন। সম্প্রতি পাপারাৎজিদের নিয়ে যে মন্তব্য করেন জয়া, তাতেই এমন সিদ্ধান্ত তাঁদের। (Jaya Bachchan) পাপারাৎজিদের কেন এত অপছন্দ করেন, তা নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয় জয়াকে। জবাবে তিনি বলেন, “ওরা কারা? দেশের হয়ে প্রতিনিধিত্ব করার যোগ্যতা আছে ওদের? আমি নিজে…









