Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Aishwarya Abhishek Divorce: নাচের তালে ঐশ্বর্য-অভিষেক! বিচ্ছেদের জল্পনা উড়িয়ে আবারও এক হল বচ্চন পরিবার?
Aishwarya Abhishek Divorce: নাচের তালে ঐশ্বর্য-অভিষেক! বিচ্ছেদের জল্পনা উড়িয়ে আবারও এক হল বচ্চন পরিবার?

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: ধিরুবাই আম্বানি স্কুলের অ্যানুয়াল ডে উদযাপন, আর সেখানেই নাচের তালে পা মেলাতে দেখা গেল বচ্চন পরিবারকে। দীর্ঘ বেশ কিছুদিন ধরেই ঐশ্বর্য এবং অভিষেকের সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ জলঘোলা চলছে। এই বার সেই সব জল্পনা উড়িয়ে একসঙ্গে নাচতে দেখা গেল তাঁদের। পাশাপাশি ছিলেন বিগ-বি অমিতাভ বচ্চনও। এই দিনে বহু বলি তারকাই অনুষ্ঠানে যোগদান করে, তাঁদের সন্তানদের পাশে থাকার জন্য। এই বছরও তার অন্যথা হয়নি। অভিষেক-ঐশ্বর্যের পাশাপাশি দেখতে পাওয়া যায় বলিউডের কিং খান শাহরুখ খান, সুহানা…

Read More