Abhishek Bachchan: বচ্চন পরিবারে আর্থিক টানাটানি, কলেজ ছেড়ে সেটে চা বানাতে বাধ্য হয়েছিলেন অভিষেক…

Abhishek Bachchan: বচ্চন পরিবারে আর্থিক টানাটানি, কলেজ ছেড়ে সেটে চা বানাতে বাধ্য হয়েছিলেন অভিষেক…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্টারকিডরা সোনার চামচ মুখে নিয়ে জন্মান, মাখনের মতো হয় তাঁদের বড়পর্দার যাত্রা, এই বিশ্বাসেই বিশ্বাসী সকলে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন(Abhishek Bachchan) তুলে ধরলেন তাঁর স্ট্রাগলের কথা, যেখানে রয়েছে অর্থকষ্টের কথাও। যা শুনে কার্যত স্তম্ভিত তাঁর অনুরাগীরা। ব্যবসা ব্যর্থ হয়ে নিজের সব টাকা পয়সা খুইয়েছিলেন অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)। তখন কলেজে পড়াশোনা করতেন অভিষেকে। বাবার আর্থিক অনটনের সময় কলেজ ছাড়তে বাধ্য হন অভিষেক। দেশে ফিরে বাবাকে সাহায্য করতে সহকারী হিসাবে সেটে কাজ করেন অভিনেতা, এমনকী সেটে চা-ও বানিয়েছেন তিনি।

অভিষেক বলেন, তিনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে কলেজে পড়তেন তখন ব্যবসায় ক্ষতির ফলে দেনায় ডুবেছিলেন অমিতাভ বচ্চন। বাবার পাশে দাঁড়াতেই তিনি কলেজ ছেড়ে ফিরে আসেন দেশে। গৌতম বেরির জন্য প্রোডাকশন বয় হিসাবে কাজ শুরু করেন কারণ তাঁর তখন একমাত্র লক্ষ্য ছিল বাবার পাশে দাঁড়ানো। অভিষেক বলেন সেই সময় কেউ তাঁকে লঞ্চ করতে চাইতেন না। কেউ অমিতাভ বচ্চনের ছেলেকে লঞ্চ করার দায়িত্ব নিতে চায়নি।

অভিষেক বলেন, বলিউডে আত্মপ্রকাশের আগে একটি সময় ছিল, যখন তাঁর কাছে নতুন জামাকাপড় কেনারও টাকা ছিল না। বোনের বিয়েতে কেনা শেরওয়ানি পরেই একটি অ্যাওয়ার্ড সেরেমনিতে যান। অভিনেতা বলেন, ‘২০ বছর আগের কথা, আগে থেকেই পরিকল্পনা শুরু হয়ে যায় যে কী পরে যাব?  সেই সময় কেউ বিনামূল্যে জামাকাপড় দিত না। আর নতুন জামা কেনার মত টাকাও ছিল না আমার অথচ পুরো ইন্ডাস্ট্রি দেখবে। এদিকে জিন্স টি-শার্ট পরা যাবে না। তাই, কয়েক বছর আগে আমার বোনের বিয়ের জন্য যে শেরওয়ানি তৈরি হয়েছিল, আমি ওটা পরেছিলাম।”

ওই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে হাজির ছিলেন পরিচালক জেপি দত্তা। তিনি “বর্ডার” ছবির জন্য পুরস্কৃত হয়েছিলেন। মঞ্চ থেকে নেমে আসার সময় তাঁর চোখ পড়ে অভিষেকের দিকে। তার দু”দিন পরেই অভিষেককে ফোন করে তিনি “রিফিউজি” ছবি অফার করেন। রিফিউজির হাত ধরে বলিউডে পা রাখেন অভিষেক। অমিতাভ বচ্চনের ছেলে হওয়া সত্ত্বেও নিজের অভিনয়ের জোরেই জায়গা করে নিয়েছেন বলিউডে।

(Feed Source: zeenews.com)