ঠোঁটে ঠোট, ফারাজানার সঙ্গেছবি দিয়ে বাংলাদেশের নোবেল বলছেন ‘ফের বিয়ে করেছি…’
এই তো কয়েকমাস আগের ঘটনা। গত মে মাসে-ই আগের স্ত্রী সালসাবিল মাহমুদকে তালাক দেন বাংলাদেশের নোবেল। গায়ক মইনুল আহসান নোবেলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, অত্যাধিক মাদক সেবন, পরকীয়া সহ একাধিক অভিযোগ এনেছিলেন সালসাবিল। সে বিচ্ছেদের ৬ মাস যেতে না যেতেই ফের বিয়ে করে বসলেন নোবেল। অবাক হচ্ছেন? হওয়ারই কথা বটে! এটা নোবেলের চতুর্থ বিয়ে। নোবেল নিজেই এই বিয়ের কথা প্রকাশ্যে এনেছেন। নিজের ফেসবুকের পাতায় নতুন স্ত্রী ফারজানা আর্শির কথা প্রকাশ্যে এনেছেন নোবেল। ফারজানাকে কোলে তুলে তাঁর ঠোঁটে ঠোঁট রাখতে দেখা…