মাস চারেক দেখেননি পরিবারকে, এশিয়ান গেমসে দেশকে পদক জিতিয়ে কান্নায় ভাঙলেন মণিপুরের রোসিবিনা
হাংঝাউ : ২০১৮-র জাকার্তা এশিয়ান গেমসে জিতেছিলেন ব্রোঞ্জ। আর এবার রুপো (Silver Medal)। উশুতে দেশকে প্রথম পদক এনে দিলেন রোসিবিনা দেবী নাওরেম (Roshibina Devi )। এশিয়া সেরার মঞ্চে চিনের উ জিয়ায়েইয়ের সঙ্গে লড়াইয়ের পর রুপো জেতেন তিনি। দুরন্ত ম্যাচ খেলে ওঠার খানিক পরেই অবশ্য কান্নায় ভেঙে পড়েছিলেন মণিপুরের মেয়ে। যে কান্না আনন্দের নয়। উদ্বেগ, আতঙ্কের। গত মে মাস থেকে পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি মণিপুরের (Manipur) মেয়ে রোসিবিনা। যাতে মনঃসংযোগ না হারান, তাই অনুশীলনের মাঝেই নিয়মনীতির বাইরে গিয়েও কোচেরা…