এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে চিনা প্রতিপক্ষ তাঁর থেকে অনেকটা এগিয়ে থাকলেও হার না মানা লড়াই মেলে ধরেছেন রোসিবিনা। শুধু উশুর ম্যাটেই নয়, জীবনযুদ্ধেও তো তাঁকে যেন মেলে ধরতে হচ্ছে যে যুদ্ধ। কারণ, গত বেশ কয়েকমাস ধরেই জ্বলছে মণিপুর। খেলা, দেশের সম্মানের টানে বাইরে থাকতে বাধ্য হতে হলেও পরিবারের লোকজন কেমন আছেন, কাছের লোকজন ঠিক আছেন কি না, এই আতঙ্ক-চিন্তা অবশ্য সঙ্গী সব সময়ের। কারণ, গত কয়েক মাস ধরে জাতি-সংঘর্ষে জ্বলছে মণিপুর। পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক ঘর-বাড়ি। সামনে এসেছে হিংসার একাধিক ঘটনা। যা নিয়ে উদ্বেগ কমার বদলে ফের বেড়ে গিয়েছে নতুন করে সংঘর্ষ-কারফিউয়ের খবরে।
এদিকে, এশিয়ান গেমসে ভারতীয় শ্যুটিংয়ে গোল্ড রাশ অব্যাহত। দলগত বিভাগে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন সরবজোৎ সিং, শিবা নরওয়াল এবং অর্জুন সিংহ-রা। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে ৬ টি সোনা, ৮ টি রুপো এবং ১০ টি ব্রোঞ্জ জিতে ভারতের ঝুলিতে মোট ২৪টি পদক। যার জেরে এই মুহূর্তে এশিয়ান গেমসের পদকতালিকায় (Asian Games Medal Tally) ৫ নম্বরে উঠে এসেছে ভারত।
Many congratulations to Roshibina Devi for winning the #SilverMedal in the Women’s Sanda 60 kgs #Wushu event!
Let’s #Cheer4india 🇮🇳 #WeAreTeamIndia | #IndiaAtAG22 pic.twitter.com/vkdy0aGHrG
— Team India (@WeAreTeamIndia) September 28, 2023
(Feed Source: abplive.com)