Oscars 2024: অস্কারের দৌড়ে ফের দক্ষিণের জয়জয়কার, ভারতের অফিসিয়াল এন্ট্রি মালায়লাম ছবি ‘২০১৮’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৩ সালে অস্কারের মঞ্চে ভারত পেয়েছে দুটি সম্মান। এবছর ভারত থেকে মনোনয়ন পেয়েছিল তিনটি ছবি। ডকুমেন্টারি শর্ট বিভাগে সেরা তথ্যচিত্রের অস্কার পায় কার্তিকী গনসালভেস ও গুনিত মোঙ্গার তথ্যচিত্র দ্যা এলিফ্যান্ট হুইসপারার্স। অন্যদিকে আরআরআর ছবির নাটু নাটু গানের জন্য অস্কার পান এই গানের সংগীত পরিচালক এম এম কীরাবাণী ও গীতিকার চন্দ্রবোস। এবছর ফের অস্কারের(Oscars 2024) দৌড়ে এগিয়ে রইল দক্ষিণের ছবি। ভারত থেকে অস্কারের জন্য মনোনয়ন পেল মালায়লাম সিনেমা(Malayalam Film) ‘২০১৮’। মালায়ালাম সিনেমাটির ইংরেজি নাম দেওয়া হয়েছে…