রেশন দুর্নীতির তদন্তে ইডির স্ক্যানারে ২৫টি মোবাইল ফোন, খবর সূত্রে
প্রকাশ সিনহা, কলকাতা: রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে ইডির স্ক্যানারে ২৫টি মোবাইল ফোন (Mobiles Phones On ED Scanner), খবর সূত্রে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে আরও জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick), বাকিবুর রহমান-সহ (Bakibur Rahaman) ঘনিষ্ঠদের মোবাইল ফোনও তদন্তকারীদের রেডারে রয়েছে। জিজ্ঞাসাবাদের সময় প্রত্যেকের সামনেই ফোনগুলি খোলা হবে। খতিয়ে দেখা হবে চ্যাট ও কললিস্ট, খবর সূত্রে। ইডির ধারণা, রেশন-দুর্নীতির তদন্তে বড় ভূমিকা নিতে চলেছে ২৫টি মোবাইল ফোন। এখনও পর্যন্ত ১০টি ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছে ইডি, শোনা গিয়েছে এমন কথাও। প্রতিটি…