ক্রমেই জাল ছড়াচ্ছে ইডি, এবার তলব এক মহিলা রেশন ডিলারকে, কী তার ভূমিকা
সুজিত মণ্ডল, প্রকাশ সিনহা, রঞ্জিত সাউ, কলকাতা : রেশন দুর্নীতিকাণ্ডের ( Ration Scam ) তদন্তে এবার ED-র স্ক্যানারে রেশন ডিলাররা। রেশন ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে দুর্নীতির শিকড়ে পৌঁছতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। এদিন সিজিও কমপ্লেক্সে তলব করা হয় নদিয়ার রানাঘাটের এক মহিলা রেশন ডিলারকে। গত ৪ নভেম্বর, রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে রানাঘাট ও হরিণঘাটা-সহ নদিয়ার ৬টি জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। রানাঘাটে ১২ নম্বর ওয়ার্ডের মিশন রোডে মহিলা রেশন ডিলারের বাড়িতেও তল্লাশি চলে। এখানেই শেষ নয়, যেখানে যেখানেই সন্দেহের বীজ, সেখানেই তল্লাশি…