ইডি হেফাজতের নির্দেশ শুনেই জ্ঞান হারালেন জ্যোতিপ্রিয়, আদালতেই মাথায় জল মেয়ের
সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাই, কলকাতা : ৪৫ মিনিটের টানটান বিচারপর্ব। যার মাঝে পরতে পরতে ঘটল ঘটনার ঘটঘটা। যুক্তি-পাল্টা যুক্তির পরে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriyo Mullick) আগামী ৫ নভেম্বর পর্যন্ত ইডি হেফজাতের (ED Custody) নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। আর বিচারক তনুময় কর্মকারের যে নির্দেশ শুনে আদালতেই অজ্ঞান হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী। যারপরই আদালতে এজলাসের মধ্যেই মন্ত্রীর মাথায় জল ঢালতে দেখা যায় মন্ত্রীর মেয়েকে। যার পরই বিচারকের বাতানুকূল চেম্বারে নিয়ে যাওয়া…