দুবাইয়ে মিলল রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের জোড়া ফ্ল্যাটের হদিশ, ছিল পালানোর পরিকল্পনা ?
প্রকাশ সিনহা, কলকাতা : কলকাতা, বেঙ্গালুরুর পর দুবাই ! ED সূত্রে খবর, এবার মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী ধৃত বাকিবুর রহমানের (Bakibur Rahman) জোড়া ফ্ল্য়াটের হদিশ মিলল দুবাইয়ে। যার মোট আনুমানিক মূল্য ৮ থেকে ১০ কোটি টাকা ! ইতিমধ্যে বাকিবুরের ৩টি চালকল, ২টি গমকল, বেশকিছু পানশালা, একাধিক হোটেল, পোর্শের মতো একাধিক বহুমূল্যের গাড়ির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কীভাবে এই বিপুল পরিমাণ সম্পদের মালিক হলেন রেশন বণ্টন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর, সেই খোঁজই শুরু করেছে ইডি। করোনাকালে রাজ্যের বহু জায়গায় রেশন বণ্টনে…