মার্কিন মুলুকে মোদিকে নিয়ে দারুণ চমক! এক রেস্তোরাঁ যা করল, হইচই পড়ল এ দেশেও
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন আমেরিকা সফরের প্রাক্কালে, নিউ জার্সির একটি রেস্তোরাঁ প্রস্তুত করছে বিশেষ ‘মোদিজি থালি’। রাষ্ট্রপতি জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি জুন মাসে আমেরিকা সফরে যাবেন। আমেরিকার রাষ্ট্রপতি ২২ জুন প্রধানমন্ত্রীর জন্য নৈশভোজের আয়োজন করবেন বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো মার্কিন কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেবেন। #WATCH | A New Jersey-based restaurant launches ‘Modi Ji’ Thali for PM Narendra Modi’s upcoming State Visit to the US….