মোহনবাগানে কোয়ার্টার যাত্রা রুখতে পারল না ইস্টবেঙ্গল! ৬ গোল করেও ছিটকে গেল MSC
মরশুমের প্রথম ডার্বি হারতে হয়েছে মোহনবাগানকে। এই ম্যাচ হারার পরেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে যাওয়া বেশ কঠিন হয়ে যায় বাগান শিবিরের কাছে। তবে ভক্তদের জন্য রয়েছে সুখবর। ডার্বি ম্যাচ হারলেও সেই চাপ কাটিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিয়ছে মোহনবাগান। কোয়ার্টার ফাইনালে ওঠা যাওয়ার কারণের পিছনে রয়েছে গোল পার্থক্য। শেষ ম্যাচে মহামেডান জামশেদপুরকে ৬-০ গোলের ব্যবধানে হারায়। মোহনবাগান মহামেডানের সঙ্গে একই পয়েন্টে ছিল। তবে গোল পার্থক্যের জন্য তারা পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে। তবে সাদা-কালো ব্রিগেড জায়গা করতে পারেনি কোয়ার্টার ফাইনালে। এই…

