‘আমার সবচেয়ে বড় দুঃখ…’ মোহনদাস পাইকে কী জানালেন নারায়ণ মূর্তি
সম্প্রতি কর্পোরেট দুনিয়ায় বিতর্কের কেন্দ্রে রয়েছেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। একটি পডকাস্ট শোয়ে তাঁর মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সেই পডকাস্ট শোয়েরই অ্যাঙ্কর ছিলেন মোহনদাস পাই। ওই পডকাস্টেই নারায়ণ মূর্তি বলেন তরুণদের সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করা উচিত। তবে একইসঙ্গে আরও একটি কথাও বলেন নারায়ণ মূর্তি। যা কর্পোরেট দুনিয়ার অনেকেই গুরুত্ব দিয়ে দেখছেন। পডকাস্ট শোয়ের এক জায়গায় নারায়ণ মূর্তিকে বলতে শোনা যায় ‘আমার সবচেয়ে বড় দুঃখ তোমাকে ইনফোসিসের প্রতিষ্ঠাতা হিসেবে না পাওয়া।’ মোহনদাস পাইকে উদ্দেশ্য করেই এই কথা বলেন…