Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Mohun Bagan Day: ‘আমার নামে করে দিস’! মোহনবাগান রত্ন পেয়ে মৃত্যুর পর কোন ইচ্ছা জানালেন টুটু বোস..
Mohun Bagan Day: ‘আমার নামে করে দিস’! মোহনবাগান রত্ন পেয়ে মৃত্যুর পর কোন ইচ্ছা জানালেন টুটু বোস..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোহনবাগান দিবসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাঁদের হাঁট। এবছর মোহনবাগান রত্ন টুটু বোস। পুরষ্কার পেয়ে রীতিমতো আবেগতাড়িত তিনি। বুজে এল গলা! বললেন, ‘মৃত্যুর পর মোহনবাগানের ক্য়ান্টিনটা আমার নামে করে দিস, আর কারও নাম করিস না। ৩০ লাখ টাকা দিয়ে ক্য়ান্টিনটা করে দিয়েছিলাম। আমি আর সুব্রত মুখোপাধ্যায় চিকেন স্টু আর পাউরুটি খেয়ে উদ্বোধন করেছিলাম’। ইতিহাসে মোহনবাগান। ১৯১১ সালে খালি পায়ে ব্রিটিশদের হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল যে দল, সেই দলটার নাম ছিল মোহনবাগান। ১১ জন বাঙালির গায়ে…

Read More