Mohun Bagan: ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে ফের আইএসএল শীর্ষে মোহনবাগান!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে চেন্নাই-বধ। ফের আইএসএলের শীর্ষে মোহনবাগান। বদলের হিসেবে নেমে জয়সূচক গোলটি করলেন কামিংস। ম্যাচের বয়স তখন ৮৬ মিনিট। আইএসএলে দুরন্ত ছন্দে মোহনবাগান। এদিন ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে দেখা গেল সেই চেনা দাপটই। দাপট এতটাই যে, ম্যাচ শুরুর দিকে সব খেলোয়াড়কেই নিজেদের অর্ধে নিতে চলে আসতে হয়েছিল চেন্নাইকে। মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন সবুজ-মেরুন ফুটবলার। বেশিরভাগ বল তাদের দখলে। কিন্তু গোল আসছিল না। উল্টে সময় যত গড়াচ্ছিল, মোহনবাগান খেলাও যেন তত ছন্নছাড়া হয়ে যাচ্ছিল। চোখে পড়ছিল…